বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে দিনব্যাপী গণসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি।
শনিবার (৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও সবার দোয়া কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন—কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রজন্ম দলের মহেশপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, মেহেদি হাসান রনি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের উন্নয়নের কারিগর ও সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টারের জ্যেষ্ঠ পুত্র।