ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের বলুহর ডাকাততলা নামক স্থানে। নিহতরা হলেন– শফিকুল ইসলাম (২০), পিতা: সলেমান, এবং হাবিব (১৮), পিতা: লোকমান। তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে ব্যাটারিচালিত ভ্যান ও একটি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, পেছন দিক থেকে একটি দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
তাদের দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মাহবুব জানান, দুপুর ১টা ৪৫ মিনিটে লাইফ কেয়ার ডায়াগনস্টিকের জোবায়ের হোসেন দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। শফিকুল ইসলামকে মৃতঃ অবস্থায় পাওয়া যায়। হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানেও শেষরক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগতির পিকআপ এসে সজোরে ধাক্কা দেয়, ফলে এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।” এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।