ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল এর মা এবং আধুনিক কোটচাঁদপুর পৌরসভার রূপকার ও সাবেক মেয়র এ কে এম সিরাজুল হক সিরু মিয়ার সহধর্মিণী আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। মরহুমা ছিলেন একজন ধর্মপরায়ণ, সৎ, দানশীলা ও মানবিক গুণে গুণান্বিত নারী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদ আসর কোটচাঁদপুর হাই স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে। এদিকে মরহুমার মৃত্যুতে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।