আগামী ১৩-১০-২০২৫ তারিখ রোজ সোমবার থেকে সারাদেশব্যাপী শুরু হয়েছে বাচ্চাদের টাইফয়েড প্রতিরোধক টিকাদান কর্মসূচী কার্যক্রম।
গোপালগঞ্জের জেলার কোটালিপাড়া থানার রামশীল ইউনিয়নের রামশীলে ১৬০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাইফয়েড প্রতিরোধক টিকাদান কর্মসূচী কার্যক্রম চলে।
এখানে টাইফয়েড প্রতিরোধক টিকাদান কর্মসূচী পরিচালনা করেন, (১)বাবু বরুণ তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক।
(২)বাবু সমীর বাড়ৈ, স্বাস্থ্য সহকারী।
(৩)শ্রীমতি নীলিমা,স্বাস্থ্য সহকারী।
টাইফয়েড টিকাদান কর্মসূচী সকল প্রকার নিয়ম মেনে স্বাভাবিকভাবেই কার্যক্রম চলে।