1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রংপুর ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বগুড়ায় ধর্ষণ মামলার ১নং আসামী গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্টিত ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় ঠাকুরগাঁও জেলায় সভা ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বরিশাল মহানগর বি এন পির প্রতিবাদ ও সংহতি সোনার বাংলা -লেখকঃ বাবুল আকতার কয়রায় পল্লী চিকিৎসক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন ঈদগাঁওতে থানা থেকে লুন্ঠিত অস্ত্র মিলল ব্রীজের নীচে ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

কোম্পানীগঞ্জে গরিব ও অস্বচ্ছল পরিবারের পাত্র-পাত্রীর যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন

প্রতিনিধি মোঃমানিক মিয়া ;
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১৪ জন গরিব ও অস্বচ্ছল পরিবারের  তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন  করে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে। শুক্রবার (১১ এপ্রিল) সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে দুপুর ২ঘটিকায় এই আয়োজন সম্পন্ন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
এমসি কলেজের অর্থনীতি অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান। এসোসিয়েশন ইউকের বাংলাদেশ চ্যাপ্টার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা (স্যার), উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল খায়ের, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এড. কামাল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি জহুরুল হক আহাদ, সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, বিএনপি নেতা জুয়েল আহমদ প্রমুখ।
সামাজিক ব্যাধি যৌতুক এর বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজন করা হচ্ছে যৌতুকবিহীন বিয়ে নব দম্পতিদের কর্মসংস্থানের জন্য এর মধ্য দিয়ে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হলেন কোম্পানীগঞ্জের ১৪ তরুণ-তরুণী।
বরদের পরনে ছিল ঐতিহ্যবাহী পাগড়ি আর
কনেদের পরনে ছিল লালশাড়ি। অনুষ্ঠানে রীতি অনুযায়ী খাওয়া-ধাওয়া আনুষ্ঠানিকতা থেকে শুরু করে সবকিছুই ছিল চোখে পড়ার মতো। দুই পক্ষের পরিবারের লোকজনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গণবিয়ের অনুষ্ঠানে আসা বর-কনেরা জানান, আলাদা করে বিয়ের অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই তাদের। গরিব হওয়া সত্ত্বেও ধুমধাম করে
বিয়ের আয়োজনে খুশি স্বজনরাও। এ সময়
স্বজনরা বলেন, এমন ধুমধাম করে বিয়ে দিতে পারব তা কল্পনাও করতে পারিনি। এমন সুন্দর পরিবেশে বিয়ে হওয়ায় খুবই আনন্দ লাগছে। বিয়ের পাশাপাশি সংসার জীবন শুরুর জন্য তাদের প্রত্যেক দম্পতিকে একটি সেলাই মেশিন সহ সংসার করতে যাবতীয় সামগ্রী দিয়ে সহোযোগিতা করে এই সংঘটন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com