ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘুঘরাগাছি গ্রামের বাসিন্দা এবং ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আশরাফুল আলম (৪৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশরাফুল আলম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ শেষে নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।