কুলিয়ারচর উপজেলার শুলোরশি গ্ৰাম ও ভৈরব উপজেলার আঁতকা পাড়া গ্ৰামে ক্যারাম খেলা নিয়ে হাতাহাতি এখন দুই উপজেলার দুই গ্ৰামে ছড়িয়ে পড়ে। গতকাল রাতে শুলোরশি ও আঁতকা পাড়া (পাশাপাশি দুই গ্ৰাম) দুইটা ছেলে একসাথে ক্যারাম খেলাকালীন তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। এলাকাবাসী তাদের যার যার বাড়ি পাঠিয়ে দেয়া। সকাল বেলা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাঁরা ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়া কালীন সময়ে কয়েক জন হতাহতের শিকার হন। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় আগেই, এলাকাবাসী দ্রুত থানায় খবর দেয়। থানায় খবর দেয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ উপস্থিত হন ঘটনাস্থলে। পুলিশের সাথে একত্রিত হয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি দুই ব্যক্তির ঝগড়া একপর্যায়ে, দুই গ্ৰাম হয়ে, দুই উপজেলায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সাথে যোগাযোগ করে জানা যায়, এই পরিস্থিতিতে তাদের একটাই চাওয়া, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হোক। এবং অপরাধ কারির বিচার হোক।