ফিলিস্তিনদের অবরুদ্ধ গাঁজা ভূখণ্ডে বিমান থেকে খাবার সহায়তা ফেলছে যুক্তরাষ্ট্র। জর্দানের বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তাদের সাময়িক বিমান থেকে ক্ষুধার্ত ফিলিস্তিনদের জন্য এই খাবার নিচে ফেলে। এর আগে গাজায় প্রথমবারের মতো বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ৩ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসিপার্কের বি।
প্রতিবেদনে জানা হয়েছে, গাজায় ফিলিস্তিনদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে প্রথমবারের মতো এয়ার ড্রপ করেছে যুক্তরাষ্ট্র । শনিবার তিনটি সামরিক বিমানের মাধ্যমে ৩০ হাজারের ও বেশি খাবার প্যারাসুটে করে নিচে ফেলা হয়। জর্দানের বিমান বাহিনীর সাথে যুক্তরাষ্ট্র এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করে।
এর আগে গত বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাঁজা উপত্যকায় একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনদের ওপর বর্বোচিত হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। এই ত্রান কেন্দ্রে ইসরাইলি সৈন্যদের নির্বিচার গুলিতে অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হন, এছাড়া আহত হয়েছেন আরো সাত শতাধিক ফিলিস্তিনি।
এরপরই অবরুদ্ধ এই ভূখণ্ডটির ফিলিস্তিনদের জন্য সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বিমান থেকে খাবার সহায়তা ফেলার এই পদক্ষেপ এমন সময় হলো, যখন গাজাই ছয় সপ্তাহের যুদ্ধ বিরতির জন্য একটি চুক্তি কাঠামো তৈরি হয়েছে বলে একশীর্ষ মার্কিন কর্মকর্তা দাবি করেছেন ।
বিসিবি বলেছে, শনিবার সি-১৩০ সামরিক পরিবহন বিমানগুলোতে করে গাঁজা ভূখণ্ডগুলোর উপকূলে ৩৮ হাজারেরও বেশি খাবার ফেলা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছেন।
এতে বলা হয়েছে , স্থল করিডোর এবং রুটের মাধ্যমে সাহায্যের প্রভাহ সম্প্রসারণসহ গাজায় আরও সাহায্য পাঠানোর টেকসহ প্রচেষ্টায় অংশ হিসেবে বিমান থেকে এই সহায়তা ফেলা হয়েছে।
যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর এবং জর্দান সহ অন্যান্য আরো দেশ এর আগে গাজায় ত্রাণ পাঠিয়েছে , তবে এবারই প্রথমবার ফিলিস্তিনদের জন্য ত্রান পাঠালো যুক্তরাষ্ট্র। তবে সাহায্য সংস্থাগুলো বলেছে বিমান থেকে সহায়তা নিচে ফেলা আসলে সাহায্য বিতরণের অকার্য উপায়। গাজার বাস্তচ্যুত বাসিন্দা মেধাত তাহের বার্তাসংস্থা রয়টার্স কে বলেছেন। এই ধরনের পদ্ধতি খুবই অনুপযোগ্য , তিনি বলেন এটি কি একটি স্কুলের জন্য যথেষ্ট হবে? এটি কি দশ হাজার মানুষের জন্য যথেষ্ট? (স্থলপথে) ক্রসিং এর মাধ্যমে সাহায্য পাঠানো ভালো, এবং প্যারাসুতের মাধ্যমে এয়ার ড্রপ করার ছেয়ে এই পন্তায় ভালো।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অন্তসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থাপন হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ফিলিস্তিনিদের গাঁজা ভূখন্ড স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলদের আক্রমণের ফলে এখন পর্যন্ত ত্রিশ হাজার ৩২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরো ৭১ হাজারেরও বেশি মানুষ।
মন্ত্রণালয় আরো বলেছে, গত ২৪ ঘন্টায় গাজায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন। এর আগে গাঁজা উপত্যকায় অন্যত্র তিনটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনে নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে বলেও জানানো হয়েছে।