খুলনার কয়রা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। এখন থেকে খুলনা ও বরিশাল বিভাগের সকল থানায় অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম চালু হয়েছে। গত ২১ জুলাই, ২০২৫ তারিখ থেকে এই সেবা কার্যকর হয়েছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণকে আরও সহজ ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বাকী। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং বনজ সম্পদ রক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত বক্তাদের মধ্যে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক অনলাইনে জিডি করার নতুন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এখন থেকে যেকোনো ব্যক্তি তার নিজস্ব জাতীয় পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে অনলাইনে জিডির উপযুক্ত ঘটনার বিষয়ে আবেদন করতে পারবেন। থানার কর্তব্যরত পুলিশ অফিসার আবেদনকারীর আবেদন পর্যালোচনা করে বিষয়টি জিডি হিসেবে লিপিবদ্ধ করবেন। ওসি ইমদাদুল হক জনস্বার্থে এই নতুন কার্যক্রমের ব্যাপক প্রচারের উপর জোর দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকী আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত। অনলাইনে জিডি করার এই সুযোগ আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সম্পৃক্ততা আরও বাড়াবে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এম রানা, সঞ্জয় কুমার দাস প্রমুখ।
উপস্থিত সকল সদস্য কয়রার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন এবং নতুন অনলাইন জিডি কার্যক্রমকে সাধুবাদ জানান। এই পদক্ষেপের মাধ্যমে কয়রায় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।