1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি জাতীয় আইনগত সহায়তা দিবস সিলেটের ১৭টি পাথর কোয়ারি সচলে দাবিতে সংবাদ সম্মেলন আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণ হলো শিল্পী সংঘের নির্বাচনে জয় পেয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন, কুলিয়ারচরের সালাম সুমন টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুনের মামলায় ৩ জনকে জেলহাজতে প্রেরণ ৭ দিনের রিমান্ডের আবেদন ফরিদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন সুন্দরবনে ত্রাসের রাজত্বে ছেদ, অস্ত্রসহ ধরাশায়ী আনারুল বাহিনীর সহযোগী নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ অনুষ্ঠিত বুড়িমারী টু কমলাপুর ট্রেন চলাচলের জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধ

কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন

শাহরেজা ইসলাম পলাশ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

কয়রায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে নেওয়ায় ক্ষতিগ্রস্ত ৩১ জন জমির মালিক ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার(২৬ এপ্রিল)  বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য জমির মালিকদের পক্ষে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চোরামুখা গ্রামের কর্ণধর মন্ডল বলেন, উপকূলীয় জনপদ কয়রার দক্ষিণ বেদকাশীতে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তাদের জীবন চলে। টেকসই ভেড়িবাঁধ তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। সরকার কর্তৃক পুনর্বাসন প্রকল্পের আওতায় পাউবো সাতক্ষীরা পওর বিভাগ-২ এর অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ রাস্তা সংস্কারের কাজ করছে। তিনি অভিযোগ করেন, রাস্তা সংস্কারের সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন রাস্তার বাইরের খাস জায়গা থাকা সত্ত্বেও ভেতরের অংশে তাদের ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা সম্প্রসারণ করে। এতে তাদের অনেক জমি রাস্তার নিচে চলে গেছে। জমির মালিকরা বাধা দিলে সরকার তাদের আশ্বস্ত করেন। তবে রাস্তা সংস্কারের কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের কোনো সুরাহা হয়নি। কর্ণধর মন্ডল আরও অভিযোগ করেন, রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় মাটি স্থানীয় এক প্রভাবশালী নেতা ও সংশ্লিষ্ট প্রকৌশলী  যোগসাজশে ‘আমিন এন্ড কোং’ জোরপূর্বক তাদের কৃষি জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে নিয়েছে। এতে তাদের কৃষি জমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। বাধা দিতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন দুর্ব্যবহার করে এবং কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানায়। তিনি জানান, এ বিষয়ে গত ২ ফেব্রুয়ােি পাউবো সাতক্ষীরা-০২ এর নির্বাহী প্রকৌশলী ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা পর এলাকায় মানববন্ধন করা হয়। পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত জমির তালিকা তৈরি করে দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহন করেনি। সাতক্ষীরা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি বলেও অভিযোগ করেন কর্ণধর মন্ডল। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মনে করেন, পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পওর বিভাগ-২ এর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ তাদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে মারাত্মক ক্ষতি করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এন্ড কোং কর্তৃক তাদের জমিগুলো ভরাট করে দেওয়ার জোর দাবি জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com