খুলনার কয়রা থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়েছে। এই অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে এবং বিভিন্ন মামলার পাঁচজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে বালিয়াডাঙ্গা গ্রামের খোকন গাজীর পুত্র মো. রিপন গাজীকে (৩১) ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। একই রাতে আরও পাঁচটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: মো. সাইদ সরদার (৪নং কয়রা গ্ৰামের সালাম সরদারের ছেলে ) – সিআর ১০৩/২৫ মামলার আসামি। মো. জায়েদ আলী পাড় ৫নং কয়রা গ্ৰামের মৃত মোহর আলী পাড়ের ছেলে – সিআর ৩৫৮/২৫ মামলার আসামি। মো. আব্দুল মালেক মসজিদকুড় গ্ৰামের সাহেব আলী সরদারের ছেলে – সিআর ৫৬৩/২৪ মামলার আসামি। আমিনুর রহমান গাজী নারানপুর গ্ৰামের বজলুর রহমান গাজী ছেলে- সিআর ৩৪০/২৫ মামলার আসামি। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’