খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেছে। রোববার (৩ আগস্ট) তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন উপজেলার বামিয়া গ্রামের গফুর গাজীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ও বায়লাহারানিয়া গ্ৰামের আলী সরদারের ছেলে আক্তারুল সরদার তাদের বিরুদ্ধে সিআর ও জিআর মামলায় দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।