কয়রা থানা পুলিশের অভিযানে পৃথক তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ভান্ডারপোল গ্রামের শাহাদাত সরদারের ছেলে মোঃ বাবু সরদারকে সিআর ৪১৪/২২ মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। একই অভিযানে উত্তর মঠবাড়ী গ্রামের মোঃ হালিম মোড়লের ছেলে মোঃ আবুল হাসানকে সিআর ৩৪৭/২৫ মামলার এবং মঠবাড়ী গ্রামের মোঃ ইয়াছিন সানার স্ত্রী মোছাঃ হাজরা খাতুনকে ননজিআর ২২/২৫ মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম ইমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।