খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি.এম. মোশাররফ হোসেন মহোদয়ের নির্দেশ এবং মাদক মুক্ত খুলনা জেলা গড়ার লক্ষ্যে জনাব আরিফুল ইসলাম, এএসপি ডি-সার্কেল, ও জি.এম. ইমদাদুল হক, অফিসার ইনচার্জ, কয়রা থানা, খুলনার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার ১০ জুলাই কয়রা থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে সাজা ও জরিমানা দণ্ডপ্রাপ্ত ০২ জন আসামিসহ মোট ০৯ জনকে গ্রেফতার করেছে। আজ সকাল থেকে কয়রা থানার সকল অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিভিন্ন এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চালানো হয়। এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: সাজাপ্রাপ্ত ও জরিমানা দণ্ডপ্রাপ্ত আসামি :দক্ষিণ মদিনাবাদ গ্ৰামের মৃত কালাচাঁদ জোদ্দারের ছেলে মোঃ লিয়াকত আলী জোদ্দার। উত্তর মদিনাবাদ গ্ৰামের মৃত আঃ রহিম সানার ছেলে মোঃ রেজায়ানুল করিম। সিআর (CR) পরোয়ানাভুক্ত আসামি:৫নং কয়রা গ্ৰামের সেরাজুল গাজীর ছেলে নাইম আলী সবুজ। ৫নং কয়রা গ্ৰামের দাউত গাজীর ছেলে সেরাজুল গাজী। ৪নং কয়রা গ্ৰামের রিয়াছাত সানার ছেলে মোঃ শাফায়াত হোসেন। ২নং কয়রা গ্ৰামের ওয়াহিদুল গাজীর ছেলে একরামুল গাজী। মাথাভাঙ্গা গ্ৰামের মুক্তি সানার ছেলে জাকির হোসেন। মাথাভাঙ্গা গ্ৰামের জাকির হোসেনের স্ত্রী সখিনা খাতুন। জিআর (GR) পরোয়ানাভুক্ত আসামি:৪নং কয়রা গ্ৰামের মোঃ মাহবুবের ছেলে মোঃ তৌহিদ হাসান মুন্না। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কয়রা থানা পুলিশের এই ধারাবাহিক অভিযান মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।