কয়রা থানা পুলিশ এক বিশেষ অভিযানে ৪৫ কেজি বিষ প্রয়োগকৃত চিংড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত একজন আসামি পলাতক থাকলেও, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও পরোয়ানা ভুক্ত একজন ও একজন দুবছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কয়রা থানা সূত্রে জানা যায়, শুক্রবার ১২ জুলাই, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ কেজি বিষাযুক্ত চিংড়ি মাছ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত আসামি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
অন্যদিকে জিআর ৫৪/১৮ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি কয়রা থানাধীন মঠবাড়ী গ্রামের মহাসীন গাজীর ছেলে মোঃ বাদশা গাজী ও পরোয়ানাভুক্ত আসামি থানাধীন ঘুগরাকাটি গ্রামের মৃত আজিজ গাজীর ছেলে মোঃ কবির গাজী-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে