মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর এর সেচ্ছাসেবক সংগঠন খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে দু:স্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য, একতাই শক্তি,একতাই শান্তি এই শ্লোগান ই মূল প্রতিপাদ্য বিষয়।একটি ব্যতিক্রম সেচ্ছাসেবক ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি মো:সাকিব বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো :রফিকুল ইসলাম,সহ-সভাপতি মো:ওবাইদুল্লাহ,সহ-সভাপতি মো:আকাশ,যুগ্ন সাধারণ সম্পাদক মো:শওকত,সাংগঠনিক সম্পাদক মো :রাজিব হোসেন, ক্রীড়া ও যুব বিষয় সম্পাদক মো:মেহেদী হাসান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী,কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান,সদস্য -রাতুল বিশ্বাস,(জয়),সদস্য -সুজাত, সদস্য -মো:তুষার খান প্রমূখ ।
এ বিষয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছে সৌদি প্রবাসী মো:সাকিব খান,সৌদি প্রবাসী ও সদস্য -শেখ সিফাত হোসেন, ওমান প্রবাসী ও সদস্য -মাহবুব হোসেন মুন্না।