মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সকাল ১০ ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি খাগড়াছড়ির উদ্যগে জেলা কার্যালয়ে খাগড়াছড়ি জেলার প্রায় ১০০ জন অমুসলিম ভাতাভোগী হিল ভিডিপি সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নববর্ষ ও বৈসাবী উপহার ভিতরন করা হয়। অনুষ্ঠানে পরিচালক মো: আমমার হোসেন, বিভিএম অধিনায়ক, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন উপস্থিত থেকে ভাতাভোগী হিলভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে বৈসাবী উপহার বিতরণ করেন। উপপরিচালক মো: আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা বলেন পবিত্র ঈদুল ফিতরের সময় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করার পর প্রথমবারের মত মহাপরিচালকের পক্ষ থেকে নববর্ষ এবং বৈসাবীর উপহার বিতরণ করা হয়েছে। প্রত্যেক সদস্য উপহার হিসেবে পেয়েছেন পোলাও চাউল ১ কেজি , মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার, ফিরনি মিক্স ১ প্যাকেট এবং চিনি ১ কেজি। নববর্ষ উদযাপন ও বৈসাবীর আনন্দ সদস্যদের মাঝে ছড়িয়ে যাওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় তিন পার্বত্য জেলার মোট ৬২০ জন সদস্যকে উপহার প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব রোকেয়া পারভীন, উপজেল আনসার ভিডিপি কর্মকর্তা, সদর,খাগড়াছড়ি এবং জনাব মোঃ আল আমিন, উপজেলা প্রশিক্ষক, গুইমারা খাগড়াছড়ি। উল্লেখ্য গত ২৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে খাগড়াছড়ি জেলার ৯ টি উপজেলার ৩৬০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে ঈদ উপহার ভিতরন করা হয়। এই প্রথম বাহিনীর বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার বিতরন করা হয়। মহাপরিচালক মহোদয়ের এই উদ্যোগ ভাতাভোগী সদস্যরা খুবই আনন্দিত হন এবং তারা সম্মানিত মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানান।