খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের শাপলা চত্বরে বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা করার মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি কোতোয়ালি সদর থানা পুলিশ।
কোতোয়ালি থানার সুত্র থেকে জানা যায়, গত ৩ মার্চ ২০২৫ সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের আনন্দ নগর এলাকা থেকে এজাহারভুক্ত একজন আসামী বরুন দে (৪৫)কে আটক করা হয়েছে। সে আনন্দ নগর (ভুবেনেশ্বর কালী মন্দির) এলাকার সুনীল দের পুত্র বলে জানা যায়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, বিগত ০৪ আগস্ট ২০২৪ খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। সে সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এই ঘটনায় খাগড়াছড়ি থানায় মামলা রুজু হয়। এজাহারভুক্ত আসামী বরুন দে (৪৫) উক্ত হামলার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামীকে আজ মঙ্গলবার আদালতে শুনানির পর আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।