খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর আর্য বন বিহারে রাঙামাটির রাজবন বিহারের ঘ্যাংঘর বিষয়ে খাগড়াছড়ি সদর ও বিভিন্ন উপজেলায় অবস্থিত শাখা বন বিহার ও কুটিরের অধ্যক্ষ ও কমিটির সভাপতি-সম্পাদকসহ এলাকার নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির।
আজ শনিবার ২৯ মার্চ ২০২৫ খাগড়াছড়ি সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার শাখা বন বিহার ও কুটিরের অধ্যক্ষসহ অনুত্তর মহান ভিক্ষু সঙ্ঘ, পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে রাজ বনবিহারের ঘ্যাংঘর বিতর্ক উদ্ধুদ্ধ বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ঘ্যাংঘরটি শুদ্ধ আছে বলে দেশে বিদেশে,আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত শ্রীমৎ মহামিত্র ভান্তে বিভিন্ন রেফারেন্স দিয়ে আলোচনা করেন। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেন মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির।
ধর্মপুর বনবিহারে সভাপতি উচিত ময়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা আলোচনায় অংশ গ্রহণ করেন।
বিগত ৭ জানুয়ারী ২০২৫ রাজ বনবিহারের দেশনালয়ে বিভিন্ন শাখা বনবিহার থেকে মহান ভিক্ষু সঙ্ঘের উপস্থিতিতে ঘ্যংঘরটি শুদ্ধ বলে সাধুবাদের সহিত গৃহীত হয়।
সর্বশেষ আলোচনায় গৃহীত হয় যে, বনভান্তের শিষ্য সঙ্ঘ প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয়ের চুড়ান্ত সিদ্ধান্তে আমরা সবাই সাদরে গ্রহণ করবো বলে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে উপনীত হয়।প্রত্যেকের শুভ বুদ্ধি উদয় হোক।।