1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২ করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ সাহেব আর নেই পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালকের লাপাত্তা :কর্মচারীরা গ্রাহকদের হাতে অবরুদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালক সানিকে উদ্ধার হিলিতে ভুয়া পুলিশ আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ির সেনা হেফাজতে ইউপিডিএফ সংগঠক নবায়নকে হত্যার ৩ বছরেও বিচার হয়নি

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সেনা হেফাজতে ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমাকে হত্যার ৩ বছর পরও বিচার হয়নি। সেনাবাহিনীর অমানুসিক নির্যাতনে মৃত্যু হয় ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলনের হত্যার ৩ বছরেও কোন বিচার হয়নি বলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। আজ ১৫ মার্চ ২০২৫ সেনাবাহিনীর হেফাজতে ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলন (সৌরভ)কে হত্যার ৩ বছর পূর্ণ হলো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের এই দিনে সেনাবাহিনী তাাকে আটকের পর অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে। নবায়ন চাকমা মিলন দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের বাগানপাড়া এলাকার মনিভদ্র পাড়ায় শান্তি রঞ্জন চাকমা নামে একজনের বাড়িতে অবস্থানকালে ২০২২ সালের ১৫ মার্চ ভোররাত সাড়ে ৩টার সময় দীঘিনালা সেনা জোনের একদল সেনা সদস্য তার অবস্থান করা বাড়িটি ঘেরাও করে এবং তাকে আটক করে। আটকের পর পরই সেনারা তার ওপর হামলে পড়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। ইচ্ছেমত নির্যাতনের পর এক পর্যায়ে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে সেনারা মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে গাড়িতে তুলে এনে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই সকালে তাঁর মৃত্যু হয়। তবে দীঘিনালা উপজেলা কমপ্লেক্সের আবাসিক চিকিৎক ডা. সানজিদা হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছিল বলে সে সময় একটি অনলাইন পোর্টালকে জানিয়েছিলেন। নবায়ন চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের খিয়াংঘাট এলাকার আনন্দ চাকমার পুত্র। তিনি দীর্ঘ সময় ধরে ইউপিডিএফ’র সাথে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। নবায়ন চাকমার ওপর অত্যাচার শেষে তাকে নিয়ে চলে যাবার সময় ঘটনাস্থলে এক সেনা সদস্য একটি টুপি ফেলে রেখে আসে। ওই টুপিতে “সৈনিক শরীফ” লেখা ছিল। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন শান্তি রঞ্জন চাকমার স্ত্রী ও তার বাড়িতে থাকা ৮ম শ্রেণীর এক ছাত্র। তারা নবায়ন চাকমার ওপর মধ্যযুগীয় নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন। সেনারা নবায়ন চাকমা মিলনকে আটকের পর অমানুষিক নির্যাতন চালিয়ে অজ্ঞান ও অর্ধমৃত অবস্থায় সেখান থেকে নিয়ে গিয়েছিল বলে তারা জানিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, সেদিন সেনা সদস্যরা নবায়ন চাকমাকে হাতে-পায়ে বেঁধে মাটিতে ফেলে সাংঘাতিকভাবে মারধর করে। তারা লাঠি, বন্দুক দিয়ে মারধর করে, বুটজুতা পায়ে বলের মতো লাথি মারে ও টানা-হেঁচড়া করে। সেনারা তার অন্ধকোষেও লাথি দিয়ে আঘাত করে এবং ‘আঝার বিজি’ গাছের (বনের এক ধরনের শক্ত কাঠ) লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে চেপে ধরে সেনারা পালাক্রমে তাকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে আর উঠতে না পারলে সেনারা তাকে পানি ঢেলে দেয়। এরপর সেনারা সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় কাঁধে করে নিয়ে গিয়েছিল। সেনা হেফাজতে নবায়ন চাকমাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। নবায়ন চাকমা হত্যাসহ পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিক্ষোভ প্রদর্শিত হয়। দেশের বিভিন্ন সংগঠন নবায়ন চাকমা হত্যার নিন্দা ও প্রতিবাদ জানায়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন) সেনা হেফাজতে নবায়ন চাকমা মিলনের মৃত্যুর ঘটনা সুষ্ঠু ও স্বাধীন তদন্তের দাবি জানায়। সেনারা সেদিন বাড়ির মালিক শান্তিরঞ্জন চাকমাকেও হাত-পা বেঁধে নিপীড়ন ও হয়রানি করে এবং বাড়িতে ব্যাপক তল্লাশি, জিনিসপত্র তছনছ এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছিল বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনী কর্তৃক নির্যাতন চালিয়ে নবায়ন চাকমাকে হত্যার ঘটনা পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের একটি অন্যতম দৃষ্টান্ত। কিন্তু সরকার তথা রাষ্ট্র এ ঘটনার বিচার তো দূরের কথা, তিন বছরেও ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেয়নি। দেশের এই বিচারহীনতার কারণে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী দিন দিন বেপরোয়া হয়ে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন, বিচার বহির্ভুত হত্যা, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েই চলেছে। চব্বিশের ছাত্র=জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করলেও পার্বত্য চট্টগ্রামে নিপীড়নমূলক পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। সেখানে আগের মতোই সেনাশাসন বলবৎ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com