1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগর ভিত্তিতে  আনুষ্ঠানিকভাবে গতকাল (৩০/০৭/২০২৫) থেকে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আজ ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার তদন্তের শেষ দিন। খাগড়াছড়ি সার্কিট হাউসে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অতুল সরকারের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। তবে, আলোচিত এ তদন্ত পর্বে উপস্থিত ছিলেন না খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে জেলা পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যানকে সব ধরনের পরিষদীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, জিরুনা ত্রিপুরাকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রণালয় থেকেই এক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠে আসে, যার প্রেক্ষিতে মন্ত্রণালয় এ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com