1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৫৯টি দরিদ্র পরিবারের মাঝে ১০০০ লিটারের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আমাদি বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ট্যাংকিগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস সবুর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেটজ বাংলাদেশের পরিচালক (ফাইন্যান্স ও অ্যাডমিন) সত্যজিৎ সাহা এবং সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার সুমন পাল।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ, হিসাবরক্ষক নাজমুল হক, ইউনিট ব্যবস্থাপক আব্দুল সালাম এবং মাঠ সহায়ক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ‘সৃজন’ প্রকল্পের অধীনে কয়রা উপজেলার মোট ৩২০টি পরিবারের মধ্যে নিরাপদ পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটারের ট্যাংকি স্থাপন করা হবে। এরই প্রথম ধাপে ৫৯টি পরিবারকে এই ট্যাংকি দেওয়া হলো। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকেও ট্যাংকি বিতরণ করা হবে।
উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এই ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com