খুলনা জেলার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিক কে ২১ মে ০১.৪০ মিনিটের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায় গোবরা গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস কয়রা থানা পুলিশকে সাথে নিয়ে উক্ত স্থানে হাজির হয় এ সময় অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ট্রলার নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে আসেন
পরবর্তীতে নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ড্রেজার মালিক মদিনাবাদ গ্রামের ইউনুচ গাজীর ছেলে লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও মৃত সোহরাব হোসেনের ছেলে আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার এস আই তনয় কুমার, ও ইউএনও অফিসের পেশকার মো. রিপন আল মামুন।