খুলনা,দৌলতপুরে,মহেশ্বরপাশা ৩নং ওয়ার্ড এ ঘটেছে এক লোমহর্ষক ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায় ভিডিও গেম খেলতে খেলতে তানভীর হোসেন (২৯)নামক এক যুবক ঘুমিয়ে পড়েন।গভীর রাত আনুমানিক রাত ৩ টায় গুলির আওয়াজ শুনে পরিবারের অন্যান্য সদস্যারা ছুটে এসে দেখতে পায় তানভীরের মাথা দিয়ে রক্তপাত হচ্ছে এবং গুলি লেগেছে তৎক্ষনাৎ খুলনা২৫০ বেড নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে পুলিশ এসে ময়না তদন্দের জন্য নিয়ে যাবে এমনটাই জানা গিয়েছে।