বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (NCP) কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ শুক্রবার (১১ জুলাই) আসছেন খুলনায়। আগত নেতৃবৃন্দ হলেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম আবায়ক সামান্হা শারমিন ও অনান্য নেতৃবৃন্দ।
শুক্রবার বিকাল ৫:০০টায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ও সন্ধা ৭:০০ টায় খালিশপুর পিপলস গেটে জুলাই পথযাত্রায় অংশ দিবেন তারা। এই পথযাত্রায় জনগণের সামনে তারা তুলে ধরবেন ইতিবাচক পরিবর্তনের বার্তা, পাশাপাশি খুন,গুম, হত্যা ও নির্যাতনের বিচারের দাবি তুলে ধরবেন তারা। প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে এনসিপি খুলনা জেলা শাখা গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা জেলা শাখার এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম আরিফুল রহমান মিঠু, মোল্লা শওকত হোসেন বাবুল, সদস্য সচিব ডা: আব্দুল্লাহ চৌধুরী এবং কমিটি আহবায়ক হিসাবে আছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ।