যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন খুলনা জেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত কুয়েটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সকাল ১০ টায় ফ্রিলাস্নিং প্রশিক্ষনের সনদ বিতরন করেন খুলনা যুব উন্নয়ন’র সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্লা। এসময় প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ভিতর সফল ও নিষ্ঠাবান কো-অর্ডিনেটর আনিসুর মল্লিক,খুলনা ব্রাঞ্চ ই- লার্নিং এন্ড আর্নিং লিঃ সহ. কোর্ডিনেটর মোঃ শাহজান আলী, সিনিয়র ট্রেইনার সৌরভ সরকার, ট্রেনার – মো: সজীব বেগ ও অফিস সহকারী সাজ্জিদ। যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ধীন যুব উন্নয়ন কতৃর্ক বাস্তবায়ধীন ” দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলাস্নিং প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষন প্রতিষ্ঠান ই-লার্নিং এন্ড আর্নিং ফ্রিলাস্নিং প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২য় ব্যাচের প্রশিক্ষন কার্যক্রম ১লা এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়েছে। খুলনা জেলা যুব উন্নয়ন’ ও খুলনা ব্রাঞ্চ ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ মাধ্যমে ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ফ্রিলাস্নিং সনদ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।