রাত পোহালেই আদরের কন্যার বিয়ে—ঘরে প্রস্তুত ছিল বিয়ের গহনা, নগদ অর্থসহ অন্যান্য আয়োজন। কিন্তু বিধির কি নির্মম পরিহাস! বিয়ের আগেই সর্বস্ব খুইয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে খোকসার সংখ্যালঘু বিধান রায়ের পরিবার।
জানা গেছে, মধ্যরাতে অজ্ঞাতসংখ্যক অস্ত্রধারী দুর্বৃত্তরা বাড়িতে হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা নিয়ে যায় বিয়ের গহনা ও নগদ টাকা। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ পরিণত হয় নিরানন্দ ও আতঙ্কে।
স্থানীয়দের ভাষ্য, খোকসার ইতিহাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক কখনও দেখা যায়নি। অপরাধের ভয়াল ছায়া আজ সাধারণ মানুষের ঘরেও। অথচ, স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
এ যেন বাতির নিচেই অন্ধকার—আইনের নিরব ভূমিকায় দুর্বৃত্তরা এখন সাধারণ মানুষের স্বপ্নই কেড়ে নিচ্ছে।