মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে গজারিয়া থানা পুলিশ।আগামী ১৩ নভেম্বর সম্ভাব্য নাশকতা ঠেকাতে বুধবার দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে। এ সময় মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেনের নেতৃত্বে এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদের তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে পুলিশের টহল ও অবস্থান জোরদার করা হয়।গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, “আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় একাধিক টিমে ভাগ হয়ে পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছি। যেকোনো অপতৎপরতা বা নাশকতা ঠেকাতে আমাদের পুলিশ সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত।”এদিকে পুলিশের এমন সতর্ক অবস্থানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।