মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় পুরুষের (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ।রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গজারিয়া নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ।তিনি জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও কালো জমিনের ওপর সাদা ডোরাকাটা টি-শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি প্রায় ৪ থেকে ৬ দিন আগের।নৌ–পুলিশ জানায়, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।