মুন্সীগঞ্জের গজারিয়ায় সবজি ভর্তি একটি ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে সড়কে উল্টে গেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেলপার।শনিবার (০২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় গোমতী সেতুর ঢালে কুমিল্লা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, শনিবার সকালে সবজি ভর্তি
একটি ট্রাক (ঢাকা মেট্টো-ন ২১-৮২১৭) গোমতী সেতু অতিক্রম করার সময় হঠাৎ করেই সামনের একটি চাকা ফেটে যায় এবং এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সেতুর ঢালে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা সবজি সড়কে ছড়িয়ে ছিটিয়ে পরলেও প্রাণে বেঁচে যায় ট্রাক চালক ও হেলপার।এদিকে ট্রাক চালক সুরুজ মিয়া জানান, শনিবার সকালে রাজধানী কাওরান বাজার থেকে সবজি বোঝাই করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্য সকাল সাড়ে ছয়টার দিকে গোমতী সেতুর কাছাকাছি আসলে সামনের ডান দিকের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেতুর ঢালেই ট্রাকটি উল্টে যায়। আর এই ঘটনায় সবজি সামান্য ক্ষতি হলেও আমাদের বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি।এদিকে ট্রাকটি সড়কে উল্টে যাওয়ায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন।