মুন্সীগঞ্জের গজারিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টায় বাউসিয়া উন্নয়ন সমিতি মার্কেটে গজারিয়া উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির আহবায়ক মোঃ হান্নান খান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ শামীম ফরাজী, বালুয়া কান্দি ইউনিয়ন সভাপতি হাজী শামসুল হক দর্জি, গজারিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মতিন রাড়ী, হোসেন্দী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন এবং ইমামপুর ইউনিয়ন সভাপতি তসলিম খান। এছাড়াও জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দোয়া মাহফিলে পল্লীবন্ধু এরশাদসহ প্রয়াত জাতীয় পার্টি নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্যও দোয়া করা হয়।এ আয়োজন স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েন।