মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০০২ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাসিরুল্লাহ (৫৪)কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে তাকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তার নাসিরুল্লাহ উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে।মামলার সূত্রে জানা যায়, ২০০২ সালের ৭ই জুন রাতে গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের একটি ধানক্ষেত থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারকার্য শেষে চলতি বছরের ১৫ জুলাই মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ হত্যা মামলায় নাসিরুল্লাহসহ ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।