গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজন করা হয়েছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘২৪-এর রঙে’ শিরোনামে এ প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় শুরু হয় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। চলে টানা দুই ঘণ্টা।
দেয়ালজুড়ে রঙ-তুলিতে আঁকা ইতিহাস, প্রতিবাদ আর সমাজচেতনার চিত্র ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা। অংশ নেয় মাধ্যমিক পর্যায়ের ১২টি ও কলেজ পর্যায়ের ৫টি দলসহ মোট ১৭টি দল।
প্রতিযোগিতার শেষে মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, দ্বিতীয় কুয়াকাটা খানাবাদ কলেজ এবং তৃতীয় হয়েছে খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এমন আয়োজন তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করে।’