গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের জন্য স্কুল আঙ্গিনা সাজে সজ্জিত করে অন্যান্য শিক্ষার্থীরা,
প্রথমে পরীক্ষার্থীদের ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণে ও ভালো রেজাল্টের জন্য মিলাদ অনুষ্ঠিত হয়।
এরপর শুরু হয় বিদায় অনুষ্ঠান।
বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন দিক নির্দেশনায় নিয়ে আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।
তিনি শিক্ষার্থীরা কিভাবে ভালো পরীক্ষা দিতে হবে তা বুঝিয়ে দেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন রুবেল এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,
চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি সভাপতি হুমায়ুন কবির।
বেগমগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন।
স্কুলের অভিভাবক সদস্য রকিব চৌধুরী।
এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খুরশিদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।