ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণ অধিকার পরিষদ সাংবাদিক সম্মেলন ও পথ সভা করেছে।
বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেসক্লাবের হল রুমে গণ অধিকার পরিষদ রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঠাকুরগাঁও জেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় কমিটির ফারুক হাসান, জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল গাফফার, উপজেলা শাখার রেজাউল হক, পৌর শাখার আলমগীর কবীর জুয়েল প্রমুখ। পরে দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।