1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:২০ অপরাহ্ন

গফরগাঁওয়ে বৃক্ষরোপণ করে নজির স্থাপন করলেন প্রভাষক মাহবুব আলম

মোঃ মিজানুর ইসলাম বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

একজন শিক্ষক একজন সমাজের একজন আদর্শ মানব । একজন শিক্ষকের কাজই হলো সমাজকে আলোকিত করা, দেশ ও সমাজের কল্যাণে  শিক্ষার্থীদেরকে  তৈরি করা। একজন শিক্ষক কি শুধু পাঠদানই করেন? না একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি সমাজকে  আলোকিত করার পাশাপাশি সমাজকে অক্সিজেনও প্রদান করেন।  সমাজকে সবুজ – শ্যামল রুপে গড়ে তোলার কাজ করেন।  মানব কল্যাণে এমনই একজন শিক্ষক  উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন  গফরগাঁও হুরমত উল্লাহ কলেজের হিসাব বিজ্ঞানের  সিনিয়র প্রভাষক জনাব মোহাম্নাদ মাহবুব আলম স্যার। তিনি তার ছাত্রজীবন অর্থাৎ তিনি ১৯৯০ সাল থেকে নিরবে নিভৃতে নিজ উদ্যোগে  বৃক্ষরোপন কর্মসুচি  চালিয়ে যাচ্ছেন। তিনি  ২৫ বছর ধরে হাজার হাজার চারা গাছ লাগিয়েছেন, যা  এখন মহিরূপ ধারণ করেছে। তিনি একজন প্রচার বিমুখ ব্যক্তি। তার সাথে কথা বলে জানা গেছে,   ২০২৫ সালে প্রায় আড়াইশো চারা গাছ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, রাস্তার পাশে খোলা জায়গায় বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ রোপন করেছেন। তিনি নিজ খরচায়, ভ্যানে করে বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছিয়ে দিয়ে থাকেন। মানব দরদী, সমাজ উন্নয়নকারী, প্রকৃতিপ্রেমী এই মহান শিক্ষককে আমরা সাধুবাদ জানাই। তাকে ধন্যবাদ জানাই তার মহতী উদ্যোগের  জন্য। আশা করি তিনি একজন আদর্শ শিক্ষক হিসাবে আদর্শ সমাজ সংস্কারক হিসেবে, দেশ গড়ার কারীগর হিসেবে আমাদের অনুপ্রেরণা যোগাবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com