ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দ্বীন ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। এই ঘটনায় সখিপুর থানা পুলিশ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ বলেন আমরা ঘটনা জানার সাথে সাথে এস আই মিজানুর ও এ এস আই সানোয়ার সঙ্গীয় ফোর্স ঘটনা স্থালে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে কিছু সময় অবস্থান করে। আহতদের হাসপাতালে প্রেরণ করলে দ্বীন ইসলাম হাসপাতালে মৃত্যু বরণ করে।নিহত দ্বীন ইসলামের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করার সাথে সাথে সখিপুর থানা পুলিশ দুজনকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করে।