পটুয়াখালীর গলাচিপায় সুদী ব্যবসায়ী সুশান্ত কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হাইস্কুল রোড, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে সুশান্ত কুমার দাসের করা মিথ্যা মামলা ও জালিয়াতীর করে হয়রানির প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবার সুদী ব্যবসায়ী সুশান্ত কুমারের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন। বক্তারা জানান, গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ড নিবাসী সুশান্ত কুমার দাস একজন মহাজনী সুদী ব্যবসায়ী এবং জালিয়াতী, প্রতারক ও সন্ত্রাসী চক্রের মহানায়ক। তার বিরুদ্ধে প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবি তুলেন ভুক্তভোগীরা। গলাচিপাবাসীর বহুলোক সুশান্ত কুমার দাসের মিথ্যা মামলা ও জালিয়াতীর স্বীকার হয়ে বিভিন্ন কোর্টের দারস্থ হয়ে হয়রানির স্বীকার হচ্ছে। এমনকি তার প্রতারণার স্বীকার হয়ে তিন জন ব্যক্তি হার্ট স্ট্রোক করে মৃতু্যবরণ করেন। ভুক্তভোগী পরিবার তাদের অলিখিত ব্লাংক স্ট্যাম্প, চেক ও রেফ ফেরৎ এবং মিথ্যা মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।