গলাচিপা উপজেলার বৌ বাজারে রাস্তার বেহাল অবস্থা দেখে জরুরী ভিত্তিতে মেরামত করা জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আবদুস সাত্তার হাওলাদারের ছেলে মোঃ হারুন হাওলাদার নিজ উদ্যোগে ইট নিয়ে রাস্তার মেরামত করানোর জন্য উদ্যোগ নেন। এতে বাজারের আসা লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, এই বাজারে প্রায় তিনশ অধিক দোকান রয়েছে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মালামাল গাড়িতে আনতে হয়,একটু বৃষ্টি হলেই তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই তারা হারুন হাওলাদারের কাছে গিয়ে রাস্তায় বেহাল অবস্থার কথা তুলে ধরেন তাৎক্ষণিকভাবে তার নির্দেশে রাস্তার মেরামত কাজ শুরু করে দেয়।