ফিলিস্তিনে গণহত্যা মুসলমানদের ওপর দমন নিপীড়নের প্রতিবাদে শ্রীপুর উপজেলা সদরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিক্ষোভ মিছিল শ্রীপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্মৃতি স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলিম হত্যা বন্ধ ও পণ্য বর্জনের আহ্বান করেন। বক্তারা সরকারকে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিরীহ মানুষের ওপর চালানো এই নির্যাতন বন্ধের জন্য তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। নিরীহ মানুষের ওপর চালানো নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারন মুসল্লিগণ। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।