গাজায় ইসরায়েলি আগ্রাসন, হাজার হাজার নিরীহ পুরুষ, নারী ও শিশুর হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আজ ইসলামী যুব আন্দোলন একটি প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশ বের করে। সংগঠনের রংপুর জেলা ও মহানগর ইউনিট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের নেতারা গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান। রংপুর সিটি কর্পোরেশন অফিস প্রাঙ্গণের সামনে থেকে বের হওয়া প্রতিবাদ সমাবেশে সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলের পর রংপুর সিটি বাজারের সামনে একটি সংক্ষিপ্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন রংপুর মহানগর ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. জয়নাল আবেদীন। রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান কাশেমী, সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান পিয়াল, রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা ও গণহত্যার প্রতিবাদ করেন এবং পশ্চিমা বিশ্বের ভূ-রাজনৈতিক কৌশল ও ফাঁদ থেকে মুক্ত হয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গাজায় একের পর এক নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের ক্রমাগত বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ করতে হবে। এর জন্য মুসলিম বিশ্বকে প্রথমে জেগে উঠতে হবে, সকল মতবিরোধ ও মতপার্থক্য ভুলে যেতে হবে। মুসলিমদের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা ওআইসিকে গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা পালন করতে হবে। ইসরাইল কোন রাষ্ট্র নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। আজ যদি নীরব মুসলিম দেশগুলো না জেগে ওঠে, তাহলে একদিন তাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বক্তারা অবিলম্বে গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে জেগে ওঠার আহ্বান জানান। তারা মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের জন্য গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার বাহিনীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এবং সকলকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে।