ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসন, গাজায় নারী-শিশুসহ হাজারো নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সারা দেশেরন্যায় নীলফামারী জেলার ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে ডোমার উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।
প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে একাত্বতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-ছাত্রীরা, ইসলামী ছাত্রশিবির, উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ছাত্র অধিকার পরিষদসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিল।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন শান্তি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হাজারো মুসলমানদেরকে হত্যাকারী ইসরাইলকে আন্তর্জাতিক আদলতে গনহত্যার দায়ে বিচার করতে হবে। আমরা যদি এখন থেকেই সচেতন না হয় এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও হামলার শিকার হবো। বক্তারা জানান আমাদের সকলকে ইসরাইল পণ্য বর্জন করতে হবে।