গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গনহত্যা ও উপর্যুপরি বিমান হামলা প্রতিবাদে Mass Movement কর্মসূচি পালন করে লক্ষ্মীপুরের সর্বস্তরের জনসাধারণ। আজ ( শুক্রবার) বাদ জুমার পরে লক্ষীপুরের কেন্দ্রীয় চকবাজার মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণ করে আম ছাত্র-জনতা এবং পাশাপাশি দল-মত নির্বিশেষে রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন। মিছিল টি উত্তর স্টেশনে (আফনান চত্ত্বর) এসে শেষ হয়। মিছিলে বক্তৃতা রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং লক্ষীপুর জেলা সমন্বয়ক আরমান হোসেন এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুসা। তিনি বলেন বর্তমানে ফিলিস্তিন মুসলমানদের জীবনে যেন মহাপ্রলয় নেমে এসেছে। ১৯৪৮ সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি বাহিনীর নির্যাতন, হামলা ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে। ২০২৩ সাল থেকে এই সহিংসতা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সন্ত্রাসী ইসরাইলি যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের ওপর হামলা করে হাজার খানেক মুসলমানকে শহীদ করা হয়েছে যার মধ্যে শিশু ও নারী পুরুষ রয়েছে। আজ মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার কারণে ইসরাইল পশুর মতো আচরণ করছে। যে সব মুসলিম রাষ্ট্র এই সব কর্ম কান্ড দেখে ও নিরব তারা অধিকাংশ আমেরিকার পা চাতা গোলাম হয়ে গিয়েছে । জুলুম করে পৃথিবীর বুকে যেমন ফেরাউন নমরুদ কেউ টিকে থাকতে পারেনি তাদের নাম নিশানা যেভাবে মুছে দিয়ছে। তেমনি একদিন আল্লাহ ইসরাইল এবং ইহুদিদের নাম নিশানা মুছে দিবে। তারা সকল কে আহবান করে যদি আমাদের ইসরাইলের বিরুদ্ধে আরেক টা বিপ্লবের ঘোষনা আসে। আপনারা কি ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের পাশে শহীদ হওয়া ভাই ও বোনেদের পাশে আপনারা কি বিপ্লব জন্য প্রস্তুত। সর্বশেষ তারা Free Free Palestine. Free Free Palestine স্লোগানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে।