গাজীপুরের কাশিমপুরে স্বারদীয় দুর্গাপুজার জন্য তৈরি কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধার দিকে মহানগরীর কাশিমপুর নামা বাজার এলাকার অগ্রগামী যুব সংঘের আয়োজনে পুজামন্ডপে এ ঘটনা ঘটে।
পুজা আয়োজক কমিটি জানায়,বুধবার দুপুরের পর আমরা সবাই মন্দির থেকে বাসায় যাই। মন্দিরে প্রতিমাগুলো তীপাল দিয়ে ঢাকা ছিলো।
বিকেল চারটার সময় প্রচুর বৃষ্টি হয়। সন্ধ্যার পর পাহাড়াদাররা মন্দিরের ভেতরে বাতি দিতে গিয়ে প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পায়। আয়োজক কমিটির ধারণা বিকেল চারটা থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায় পুজামন্ডপে তৈরি করা দেবী দুর্গার হাত, গণেশের শুর, কার্তিকের মাথা, অশুর হাত ও লক্ষীর মুখমণ্ডল ভেঙ্গে রেখেছে দুর্বৃত্তরা । ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষনিক ভাবে জানালে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । দ্রুত দুষ্কৃতিকারীদে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন, আয়োজক কমিটি ।
অগ্রগামী যুব সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন,বিগত ৯ বছর যাবৎ আমরা এখানে পূজা উৎযাপন করে আসছি। এমন ঘটনা খুবই দুঃখ জনক। বিগত বছর গুলোতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন,আমাদের প্রতিটি মন্দিরে দুইজন করে পহরীর ব্যবস্থা করেছি। তিনি বলেন,একটি গোষ্ঠী আমাদের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। প্রশসানের কাছে দাবী দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
অগ্রগামী যুব সংঘের ও পূজা উৎযাপন কমিটির অগ্রগামী যুব সংঘের প্রবীর দত্ত বাপ্পা বলেন, পূজার কয়েকদিন আগে প্রতিমাগুলো রং করা হবে। প্রতিমা গুলো তিপাল দিয়ে ঢাকা ছিলো। আমরা গতকাল সন্ধ্যার সময় এসে দেখি প্রতিমা গুলোর বিভিন্ন অংশে ভেঙে রেখেছে দুর্বৃত্তরা। পরে কাশিমপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে
তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রশসানের কাছে দাবী আমরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারি সেই নিরাপত্তার ব্যবস্থা যেন করা হয়।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।