গাজীপুরের কোনাবড়ি বাইমাল এলাকায় গতকাল শুক্রবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকাল সাড়ে ৫ টা নাগাদ গাজীপুরের চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহন যাত্রী নিয়ে চন্দ্র এর উদ্দেশ্যে রওনা হলে মাঝপথে কোনাবাড়ির বাইমাইল এলাকায় হঠাৎ উচ্চ গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার র্যালিং এর উপর উঠে যায় । যার ফলে ভেতরে থাকা যাত্রীরা মারাত্মক ভাবে আহত হন । যাত্রীদের কাছে থেকে জানা যায় যে, তাকওয়া পরিবহনের বিভিন্ন গাফিলতির কারণে সড়কে এ ধরণের দূর্ঘটনা ঘটে । তারা আরও জানান যে, বাসে অপ্রাপ্ত বয়স্ক স্টাফ ও ড্রাইভার দ্বারা বাস চালানো হয়েছিল যার ফলে এই দূর্ঘটনা ঘটে । গাজীপুর হাইওয়ে থানার অফিসার রা জানায় খুব শিঘ্রই এর একটি ব্যবস্থা গ্রহণ করা হবে।