০৩/০৮/২০২৫ রোজ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর পুড়া অঙ্গার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ মারুফা আক্তার স্থানীয় মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। অভিযুক্ত স্বামী মো. মিজানুর রহমান একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকানের মালিক। স্থানীয়রা জানান, স্ত্রীকে ঘরের ভেতরে রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান ঘাতক স্বামী। পরে বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণ করেন তাঁরা। ততক্ষণে পুড়ে অঙ্গার গৃহবধূর শরীর। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।