গাজীপুর টঙ্গী ফ্লাইওভারের উপরে, আজ রাত ১২”৩০ মিনিট টাইমে ছিনতাই কারীর আগাতে নিহত, মাফিজুর রহমান নামের লোকটি-
কোন গার্ডিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না, সাথে কোন মোবাইল ও নেই শুধুমাত্র এই কাগজগুলো আছে
বর্তমান টঙ্গী সরকারি হাসপাতালে আছে।
এই হলো আমাদের দেশের পরিস্থিতি নেই কোনো আইনি ব্যাবস্থা।
টহল পুলিশ পরিমাণ মতো না থাকায় বেড়ে চলেছে এই দুর্নীতি, দেশে এখন চুরি, ছিন্তাইতে ভরে গেথে এই গুলো কি আইনের চোখে পরে না.?
দেশে এতোকিছু করা যায় তা হলে এই ছেলেটার আত্মীয় স্বজন কি তারা বের করতে পারে না.?