জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণ করা এক শিশুর ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত দুইটায় গাজীপুর মহানগরের উত্তর ছায়া বিথী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা শান্তি চরণের কন্যা। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম দৈনিক বাংলাভূমিকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক ঘটনায় একটি শিশু মারাত্মক আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় শাহীদা আক্তার জসুদা একজন এজাহারভুক্ত আসামি ছিলেন।
তিনি আরও জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের পর আন্দোলন চাঙা করার উদ্দেশ্যে গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি, ভাঙচুর ও সহিংসতা ছড়াতে জসুদা সক্রিয় ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে।
ওসি বলেন, “তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা আরও দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করব। মামলাগুলোর তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও করা হয়েছে।”
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় উত্তর ছায়া বিথী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে।