গাজীপুরের টংগীতে অঙ্গিকার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর নামে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন গ্রাহকের কোটি কোটি টাকা।
এরা হচেছ বরিশালের বিমান বন্দর থানার সোলনা গ্রামের এস্কেন্দার আলীর পুত্র প্রতারক রফিকুল ইসলাম রিপন ও স্ত্রী নার্গিস ময়না, সমিতির সম্পাদক বরিশাল জেলার বন্দর থানার সাইবের হাট গ্রামের মোঃ হেলাল উদ্দিন মাস্টারের পুত্র মোঃ ইমরান, একই জেলার সাইবের হাট গ্রামের হেলাল উদ্দিন মাস্টারের পুত্র ও সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রায়হান হোসেন । প্রতারকগন সমিতির কয়েক শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ কোটির অধিক টাকা আত্মসাধ করে গাজীপুরের টঙ্গী দত্তপাড়াতে অফিস ফেলে রেখে উধাও হয়। এ ঘটনায় চীফ মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুরে ৪০৬/৪১৭/৪২০ দঃ বিঃ মামলা দায়ের করেন ভুক্তভোগীদের মধ্যে গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া কছিম উদ্দিন রোডের এবাদুল্লাহ হকের পুত্র ব্যাবসায়ি মোঃ মাছুম বিল্লাহ। সমিতির নামে হাতিয়ে নেয়া টাকা ফেরত পাওয়া সহ অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে প্রশাসনের সু- দৃষ্টি কামনা করছেন মামলার বাদী মাছুম বিল্লাহ সহ তার ভুক্তভোগী পরিবারে লোকজন।