নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায়কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২০ জুন প্রশান্ত কুমার রায় তার অনুগত কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করেন। তার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় হামলা, ভাঙচুর ও নাশকতার পাঁচটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, প্রশান্ত কুমার রায় বর্তমানে টঙ্গীতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে মডেল থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে গাজীপুর জেলার টঙ্গী দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে নেত্রকোণায় নিয়ে আসা হয়। পরে সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ৩টায় সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়।